ডেঙ্গি নিধনে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ আলিপুরদুয়ার পৌরসভার।

0
37

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডেঙ্গি নিধনে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ আলিপুরদুয়ার পৌরসভার। ডেঙ্গি মোকাবিলায় প্রায় ৪৯ হাজার গাপ্পি মাছের চারা ছাড়ল আলিপুরদুয়ার পুরসভা।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এদিন গাপ্পি মাছ ছাড়তে শহরের বিভিন্ন ওয়ার্ডে যান। শুক্রবার শহর জুড়ে বিভিন্ন ড্রেনে গাপ্পি মাছ ছেড়েছে আলিপুরদুয়ার পুরসভা।এবিষয়ে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, ডেঙ্গি প্রতিরোধে পুরসভা থেকে বিভিন্ন ওয়ার্ডের ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হল। তাতে মশার লার্ভা খেয়ে নষ্ট করবে এই গাপ্পি মাছ। পর্যায়ক্রমে আবার ও আগষ্ট মাসে ছাড়া হবে।এর আগেও গতবার আমরা পুর এলাকায় ছেড়েছিলাম।এদিন চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী সহ বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।