হাইকোর্টের নির্দেশে পুকুর পারে অবৈধ নির্মাণ ভেঙে দিলো পৌরসভা।

0
36

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলার, কাটোয়া শহরের ৪ নম্বর ওয়ার্ডে ২০১০ সালে বিজয় মাজি তার স্ত্রী চন্দনা মাজির নামে পুকুরে পাড় কেনেন বলে সূত্রের খবর। তারপর থেকে রাতের অন্ধকারে পুকুরের পাড় ভরাট করতে শুরু করেন। এরপর কংক্রিটের গাঁথনি দিয়ে বাড়ি করা শুরু করেন প্রতিবেশীদের বাঁধা উপেক্ষা করে। এমত অবস্থায় প্রতিবেশীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তরকে জানায় লিখিতভাবে , কাজের কাজ না হওয়ায় তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। অবশেষে হাইকোর্ট রায় দেয় পুকুর বা জলাশয় এর পাড় বুজিয়ে বাড়ি করা আইন বিরুদ্ধ এছাড়া এটা অবৈধ নির্মাণ যেহেতু রেকর্ড আছে পুকুর। হাইকোর্ট নির্দেশ দেয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভা কে পনেরো দিনের মধ্যে পুকুরের পাড়ের বে-আইনি নির্মাণ ভেঙে দিতে হবে সেই মতাবেক আজ সোমবার কাটোয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের উপস্থিতিতে পুকুরের পাড়ের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয় বুল ডোজার দিয়ে, স্থানীয় পুলিশ বাহিনীর উপস্থিতিতে। পুকুর পাড়ের অংশ ভেঙে দেওয়াকে কেন্দ্র করে সাময়িক বচসা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট কাটোয়ার প্রাক্তন অরবিন্দু ঘোষের সাথে বিজয় মাজির স্ত্রী চন্দনা মাজির।