বিকল্প চাষ হিসাবে ড্রাগন ফলের চাষ করে সকলের নজর কাড়ছেন পুরাতন মালদহের চাষী পরিমল রাজবংশী।

0
65

নিজস্ব সংবাদদাতা, মালদা:—বিকল্প চাষ হিসাবে ড্রাগন ফলের চাষ করে সকলের নজর কাড়ছেন পুরাতন মালদহের চাষী পরিমল রাজবংশী। পুরাতন মালদহের গোয়ালপাড়া এলাকার ওই চাষী বর্তমানে দুই বছর ধরে নিজের এক বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে লাভের আশা দেখছেন। এক বিঘা জমিতে প্রায় সব মিলিয়ে তিন হাজারেরও বেশি ড্রাগন গাছ রয়েছে। বর্তমানে কোন গাছে ফল ও কোন গাছে ফুল এসেছে। তাই গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে রয়েছেন ড্রাগন চাষী পরিমল রাজবংশী। তিনি জানান এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে গত দু’বছর ধরে ড্রাগন চাষ করছেন। ড্রাগন চাষ অত্যন্ত লাভজনক চাষ। বর্তমানে বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে এই ড্রাগন ফলের, তাই তিনি এই ফল চাষ করে বেশি লাভের মুখ দেখছেন।বাজারে চাহিদা বেশ ভালোই রয়েছে মালদা, গাজোল সহ কলকাতা এই ড্রাগন ফল যাচ্ছে। এই ফলের অনেক উপকারিতা রয়েছে।এই গাছের পিছনে সেভাবে খরচ নেই বললেই চলে।