সমুদ্র সৈকত তাজপুরের হকার উচ্ছেদ করতে গেলে বনদপ্তররের মহিলা আধিকারিককে হুমকি মন্ত্রী অখিল গিরির।

0
45

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদপ্তরের জায়গায় দিনের পর দিন দোকান বা ঘর গজিয়ে ওঠেছে। তা সরাতে গেলেই বাধা দিয় রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। অখিল গিরির সঙ্গে তর্কে জড়ালো ফরেস্ট অফিসার মৌমিতা সাউ। বনদপ্তরের অভিযোগ যে বনদপ্তরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়। পুনরায় গতকাল রাতে নতুন করে বনদপ্তরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা। তখনই বনদপ্তর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরে বিধায়ক অখিল গিরি। ফরেস্ট অফিসারের অভিযোগ- মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করান এবং বনদপ্তরের আধিকারিকরা যখন বাধা দেয় তখন তাদের হুমকির শিকার হতে হয়।