তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে উল্টে গেল পিক্যাপ ভ্যান, আহত ২৫।

0
90

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- কোতুলপুর ব্লকের গোপীনাথপুর থেকে তারকেশ্বরে জল ঢালতে যাবার পথে চন্ডিপুরে ঘটলো দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকাপ ভ্যান। আনুমানিক আহত হয়েছেন ২৫ জন, তাদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে ১২ থেকে ১৩ জনকে আরামবাগ হাসপাতালে, এবং বেশ কয়েকজনকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এদের মধ্যে গুরুতর আহত তিনজন। সোখের ছায়া নেমে এসেছে কোতুলপুরের গোপীনাথপুর অঞ্চল জুড়ে।