গত কয়েকদিনের বৃষ্টি বালুরঘাটের কাশিয়া খাঁড়ি পারে ভাঙন।

0
28

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েকদিনের বৃষ্টি বালুরঘাটের কাশিয়া খাঁড়ি পারে ভাঙন। মাটির সাথে ধসে গেল ১১ হাজারের বিদ্যুতের খুঁটি। যে কোন সময় খাঁড়িতে তলিয়ে যাবে বৃহৎ নদী সেচ প্রকল্পের ঘর। ভারি বৃষ্টি হলেই খাঁড়ি পার ভাঙার সম্ভাবনা রয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারণের চক্রামনাথ এলাকায়। খবর পেয়ে রবিবার বিকেল চারটার সময় বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার কাজ শুরু করেছে কর্মীরা। অল্পের জন্য বড়সড় বিপদ ঘটেনি বলেই স্থানীয়রা জানিয়েছেন। পাম্প ঘরটি রক্ষা না করলে সেটিও ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। খাঁড়ি পার বাঁধার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে গতকাল অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।