অঙ্ক :: রাণু সরকার।।

0
15

এখন তো আমার অবসর জীবনের সময়-
এই সময়ে এসে গণিতসাস্ত্র নিয়ে বসে কিছু স্মৃতির পাতা অবিন্যস্ত করা ছাড়া আর কি কোন কাজ আছে?

ঘড়ির কাঁটা তো ওর মতো ছুটে চলে, তাল মিলিয়ে এখন আর চলতে পারি না।
ইচ্ছে জাগে কিছু করি পারি না–
শুধুই বিশ্রাম খাওয়া আর ঘুম,

কিন্তু, ঘুম এখন ভীষণ ফাঁকিবাজ হয়েগেছে, লুকোচুরি খেলে ও বোঝে না যে এখন আমি দুর্বল নমিত শরীর, ক্ষীণদৃষ্টি কষ্ট হয় যে ওর সাথে দৌড়তে-
সারা রাত ব্যস্ততার সাথে দৌড় করায়
অবশেষে হয় ক্লান্ত ভোরে যায় চলে–

সময় কাটাই গণিতসাস্ত্রের সাথে,
মিলাতেই পারছি না একটি অঙ্ক-
মনে হচ্ছে একটু সময় লাগবে- না মিলাতে
পারলে যখন হিসাবের খাতাটা রেখে চলে যাবো
তখন হয়তো ঠিক আপন মনে মিলে যাবে জানি||