নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ১৪ অগস্টের রাত জাগলো সারা বাংলা। কলকাতা-শহর তথা সারা বাংলা জুড়ে রাস্তায় নামলো মেয়েরা। স্বাধীনতা দিবসের প্রাক-লগ্নে সারা বাংলা জুড়ে মহিলাদের প্রতিবাদ মিছিল। আরজি কর কাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার চেয়ে জমায়েত করেন মহিলারা। সেই কর্মসূচীর নাম রাখা হয়েছে ‘মেয়েরা, রাত দখল করো’। বুধবার রাতে আলিপুরদুয়ার জেলার অন্যান্য এলকার পাশাপাশি জটেশ্বরেও জমায়েত হন মহিলারা, বের করা হয় বিশাল মিছিল। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বের করা করা হয় ওই মিছিল। যেখানে এলাকার কয়েকশো মহিলাদের পাশাপাশি এলাকার পুরুষরাও অংশগ্রহণ করে। এদিনের ওই মিছিলটি জটেশ্বর ট্রাফিক মোড় এলাকা থেকে শুরু হয় এবং জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার অন্যান্য এলকার পাশাপাশি জটেশ্বরেও জমায়েত হন মহিলারা, বের করা হয়...