ভূতনিতে বন্যায় ত্রান বিলিতে দুর্নীতির গন্ধ অভিযোগ বিজেপির।

0
22

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —মানিকচকের ভূতনিতে ত্রাণ নিয়ে চলছে দুর্নীতি। শাসক দল এই কাট মানিতে যুক্ত বলে অভিযোগ করছেন । সঠিক পরিষেবা পাচ্ছে না মানুষ। রাজনৈতিক রঙ দেখে দেওয়া হচ্ছে ত্রাণ এমনটাই অভিযোগ দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডলের।

ইতিমধ্যেই ভূতনীর উত্তর চন্ডিপুর সহ অন্যান্য অঞ্চল গুলোতে ব্যাপকভাবে গঙ্গার জলের স্তর বেড়েছে। দিনকে দিন কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে রয়েছে।। প্রতিদিনই ক্ষয়ক্ষতি হতেই থাকছে এলাকাগুলোতে। ত্রাণ সহ শুকনো খাবার পৌঁছিয়ে দিচ্ছেন বন্যার্থীদের কাছে।
কিন্তু জেলা বিজেপির অভিযোগ ত্রাণ পৌঁছলেও বিজেপি কর্মীরা পরিসেবা পাচ্ছে না। রাজনৈতিক রঙ দেখে দেওয়া হচ্ছে ত্রাণ।
শনিবার মানিকচক সমষ্টি আধিকারিক দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেয় ভারতীয় জনতা পাটী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, গোবিন্দ মন্ডল গৌরচন্দ্র মন্ডল,সহ অন্যান্য নেতৃত্বরা । কয়েকশো সমর্থকদেরকে সাথে নিয়ে এদিন পৌঁছয় সমষ্টি আধিকারিক দপ্তরে। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে নেতৃত্বরা। অবশেষে চোদ্দ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন সমষ্টি আধিকারিক এর কাছে। ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসে ক্যামেরার মুখোমুখি হয়ে সরাসরি কি জানালেন জেলা সম্পাদক গৌর চন্দ্র মন্ডল শুনুন।