আরজিকর কান্ডের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কলেজ চত্বরে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ধুন্দুমার।

0
14

নিজস্ব সংবাদদাতা, মালদা—-আরজিকর কান্ডের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কলেজ চত্বরে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ধুন্দুমার। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এসএফআইএর প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান উঠতেই মেজাজ হারায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।তাদের দাবি কলেজের মধ্যে অরাজনৈতিক ভাবে প্রতিবাদ হবে।এই ধরনের স্লোগান বা কটুক্তি করা যাবে না।তৃণমূল ছাত্র পরিষদের আরো অভিযোগ এসএফআইএর বহিরাগতরা জোর করে ছাত্র-ছাত্রীদের আনছিল।যদিও এসএফআইয়ের অভিযোগ তাদের মারধর করেছে তৃণমূল ছাত্র পরিষদ।
ঘটনাটি ঘটেছে বুধবার হরিশ্চন্দ্রপুর কলেজে।এদিন এই কলেজের এসএফআই ইউনিটের পক্ষ থেকে
প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। বাম ছাত্র সংগঠনের কর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড। এই ঘটনায় তারা রাজ্য সরকারকে দায়ী করে।স্লোগান তুলে ‘দফা ১,দাবি ১,মুখ্যমন্ত্রীর পদত্যাগ।তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা আগামীকাল ২২ আগস্ট অরাজনৈতিক ভাবে প্রতিবাদ হবে। এই ভাবে মুখ্যমন্ত্রীকে কটুক্তি মূলক স্লোগান দিয়ে রাজনৈতিক প্রতিবাদ করা যাবে না।এই নিয়ে বিবাদ থেকেই রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বাম ছাত্র সংগঠনকে সেখানে প্রতিবাদ সভা করতে না দেওয়া হলে তাদের নিয়ে সিপিএম নেতৃত্ব হরিশ্চন্দ্রপুর একটি প্রতিবাদ মিছিল করে।