বাড়তি উপার্জনের জন্য পুজোর মন্ডপ তৈরিতে ব্যবহৃত নানা উপকরণ তৈরি করছেন স্কুল কলেজ পড়ুয়ারা।

0
43

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২ সেপ্টেম্বর:- বাড়তি উপার্জনের জন্য পুজোর মন্ডপ তৈরিতে ব্যবহৃত নানা উপকরণ তৈরি করছেন স্কুল কলেজ পড়ুয়ারা। পুজোর আগে হাতের কারুকার্য করে বাড়তি উপার্জন করছেন গৃহবধূরাও। বালুরঘাট শহরের ব্রীজকালি এলাকায় গত এক মাসের বেশি সনয় ধরে হাতের নানা কাজ করছেন প্রায় ৪০-৫০ জন। শহরে এই সংখ্যা কয়েকশো। যারা সকলেই মহিলা। দিনরাত এক করে কাজ করছেন তারা। এই কাজ করে দিনে ২৫০ – ৩০০ টাকা করে উপার্জন করেন মহিলারা। এই কাজে বহু কলেজ পড়ুয়ারা রয়েছে। যারা পড়ার খরচের পাশাপাশি পুজোর জামা কাপড় কেনার টাকা এই কাজ করে জোগার করছেন। অন্যান্য বারের তুলনায় এবারে কলেজ পড়ুয়াদের সংখ্যা অনেকটাই বেশি। যারা পড়াশোনার ফাঁকে এই কাজ করছেন। তারা পুজোর বিভিন্ন সাজ তৈরি করছে। যা বিভিন্ন পুজো মন্ডপে ব্যবহার করা হবে৷