পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর আকাদেমি আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ থেকে বর্ধমান কৃষি খামারে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে শুরু হয়েছে বর্ধমান বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। অংশগ্রহণকারী জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , হুগলি ও বীরভূম। এই চারটি জেলা থেকে মোট ১৯৩ জন প্রতিযোগী “ক” বিভাগে অংশ গ্রহণ করেছেন এবং ৫ সেপ্টেম্বর, ২০২৪ “খ” বিভাগে ২৩৭ জন অংশ গ্রহণ করবেন। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি, লোকসঙ্গীত, রাগপ্রধান গান, শাস্ত্রীয় নৃত্য ও তাৎক্ষণিক বক্তৃতা বিভাগে প্রতিযোগিতা হবে। তাৎক্ষণিক বক্তৃতা শুধুমাত্র “খ” বিভাগের জন্য। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রত্যেক অংশগ্রহনকারীদের শংসাপত্র দেওয়া হবে। শিশুদের এইরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন খুশি শিশুর পিতা মাতা। এইরকম আয়োজন বেশি হলে শিশুদের সাংস্কৃতিক মান উন্নয়নের সুবিধা হবে এবং এক সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে বলে বাবা মায়েদের মতামত। সারা বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন খুশি জেলার বুদ্ধিজীবী ও সংস্কৃতিভাবাপন্ন মানুষজন। আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ বিভিন্ন গুনিজনরা। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক বলেন ” শিশুদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সমস্ত ব্যাবস্থা নেওয়া হয়েছে। চারটি জেলা থেকেই বাচ্চারা এসেছেন । এর পরেই ৯ সেপ্টেম্বর থেকে কৃষি খামারে পাঁচ দিনের নাট্য কর্মশালা শুরু হবে।”
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ থেকে বর্ধমান কৃষি...