সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও স্কুল শিক্ষক চলে যাবে কান্নায় ভেঙে পড়ল ছাত্র-ছাত্রীরা।

0
70

নিজস্ব সংবাদদাতা, মালদা— সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও স্কুল শিক্ষক চলে যাবে কান্নায় ভেঙে পড়ল ছাত্র-ছাত্রীরা।মালদার মানিকচক ব্লকের মানিকচক ১ চক্রের,শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় ঘটনা।বেশ কয়একদিন আগে শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় স্যার চলে যাচ্ছেন অন্যত্র,সেই খবর শোনার পর থেকেই পড়ুয়ারা কান্নাকাটি করতে থাকে।প্রধান শিক্ষক মাসিদুর রহমানকে ঘিরে ধরে কাকুতি-মিনতি করতে থাকে স্কুল ছেড়ে না যাওয়ার জন্য।সেই খবর ছড়িয়ে পড়তে অভিভাবকরাও অনুরোধ করেন বর্তমান বিদ্যালয়ে থাকার জন্য।স্কুলের ছাত্র-ছাত্রী কান্নাই প্রধান শিক্ষক অবশেষে হার মানেন ছাত্র-ছাত্রীদের সামনে অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টান প্রধান শিক্ষক।

শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসিদুর রহমান জানান, ‘বিদ্যালয়ে মোট ১০ জন শিক্ষক-শিক্ষিকা থাকার পরও কার্যত আমাকে একাই বিদ্যালয়ের সমস্ত কাজ সামলাতে হচ্ছে। অন্য শিক্ষক-শিক্ষিকাদের সেভাবে কোনও সহায়তা পাওয়া যাচ্ছে না। দিনে দিনে মানসিক রোগী হয়ে উঠেছি আমি। আমার কারণেই বিদ্যালয়ের পরিবেশ এরকম হয়েছে, তাই পুরনো বিদ্যালয়ে বদলি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলেন। কিন্তু খুদেদের ভালবাসার কাছে হার মানতে হল আমাকে।’ একদিকে কচিকাঁচাদের কান্নার, ছাত্রছাত্রীদের কাতর মিনতি, অন্যদিকে একাংশ শিক্ষক- শিক্ষিকার অসহযোগিতা সবকিছুকে মেনে নিয়ে নতুন ছন্দে সকলেরই সহযোগিতার প্রসারিত হাতকে সম্বল করে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়ে গেলেন শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে।