শিক্ষক দিবসে হাওয়াইয়ান গিটারে গানের সুরে ধ্বনিতে হল প্রতিবাদের ভাষা।

0
44

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  আজ ৫ ই সেপ্টেম্বর, এদিনই দেশজুড়ে সম্মানের সঙ্গে পালিত হয় শিক্ষক দিবস সেই মত বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলের সসম্মানে পালিত হলো শিক্ষক দিবস যদিও এই সময় রাজ্যের ছাত্র -সমাজ চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে লড়াইয়ে পথে নেমেছে তবুও শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধায় মাথা নত করেছে আদর্শ শিক্ষকের প্রতিমূর্তিতে ।
আজকের এই অনুষ্ঠানের মঞ্চে গিটারের প্রতিবাদের ভাষা ছড়িয়ে দিল দুই খুদে ছাত্র, যাদের হাওয়াইয়ান গিটারের সুরে ধ্বনিত হল “আমরা পরাজয় মানবো না দেশের মাটি একটি কোন ছাড়বো না”–
হয়তো সময়োপযোগী কিংবা সময় উপযোগী নয় তবে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই গানের সুর নিঃসন্দেহে দাগ কেটে যাবে উপস্থিত ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ দর্শকদের।