বুনিয়াদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে এলো কসমো বাজার।

0
12

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুনিয়াদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে এলো কসমো বাজার। এই বাজার দক্ষিণ দিনাজপুর জেলায় মাত্র দুটি রয়েছে। বুনিয়াদপুর সহ কুশমন্ডি এবং হরিরামপুর সাধারণ মানুষের কথা ভেবে বুনিয়াদপুর বাসট্যান্ড এলাকায় গড়ে উঠেছে কসমো বাজার। এই বাজারে ছোট-বড় সহ সবার জামাকাপড় খুব কম দামে পাওয়া যাবে। মূলত এমনই বার্তা দিলেন কসমো বাজারের কর্ণধার । বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা কসমো বাজারে মোট ৪০ জন যুবক-যুবতী কাজে অংশগ্রহণ করে। মূলত এই কসম বাজারে মাধ্যমে বুনিয়াদপুর এলাকায় কর্মসংস্থান যেন হয় সেই উদ্দেশ্যেই এই কসমবাজার গড়ে উঠেছে। এই বিষয়ে কক্সবাজারের কর্ণধার গনেশ প্রদার বলেন বুনিয়াদ পুর এলাকায় মানুষদের দীর্ঘ দিনের চাহিদা ছিল কসমো বাজার গড়ে আজ শনিবার শুভ উদ্বোধন হতে চলেছে পশ্চিম বাংলা মোট বুনিয়াদপুর সহ মোট ৫২ টি কসমো বাজার স্টোর রয়েছে । এলাকায় বেকার যুবক যুবতী কর্ম সংস্থান হচ্ছে বলে জানান কসমো বাজারের কর্ন্ধার