৮ দলীয় হরমোহন রায় মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং আশামুদ্দিন মিঞা মেমোরিয়াল রানার্স আপ ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল তাসাটি এফ সি।

0
47

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- কাজলি হল্ট অগ্রদূত সংঘের উদ্যোগে ৮ দলীয় হরমোহন রায় মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং আশামুদ্দিন মিঞা মেমোরিয়াল রানার্স আপ ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল তাসাটি এফ সি। রবিবার বিকেলে ফালাকাটা ব্লকের কাজলিহল্ট অগ্রদূত সংঘের ফুটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে তাসাটি এফ সি ১-০ গোলে দলগাঁও শাল লাইন এফ সিকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। ওই ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তাসাটির বিমান উরাও, সেরা ডিফেন্ডার ও সেরা গোলরক্ষকের পুরষ্কার পায় শাল লাইনের বিলাশ ও হৃত্বিক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তাসাটির আমান উরাও। এদিন খেলায় উপস্থিত ছিলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য বীরেন্দ্র নাথ রায়, ক্লাবের সভাপতি মোশারেফ আহমেদ, সম্পাদক উত্তম ভদ্র, বিশিষ্ট সমাজসেবী জয়নাল আবেদীন,মানিক ভদ্র,হাফিজুল রহমান, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, স্বপন রায়, তপন রায় মাঝি প্রমুখ।