মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০ তম তিরোধান দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হলো জটেশ্বরে।

0
12

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০ তম তিরোধান দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হলো জটেশ্বরে। সোমবার সকালে জটেশ্বর ঠাকুর পঞ্চানন স্মৃতি প্রসার সমিতির উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি এলাকায় মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্য দান করা হয়, পাশাপাশি মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার জীবনী নিয়ে আলোচনা হয়। এরপর বিকেলে মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৯০ তম তিরোধান দিবস উপলক্ষে জটেশ্বর বোর্ড ফ্রী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয় জটেশ্বর ঠাকুর পঞ্চানন স্মৃতি প্রসার সমিতির পক্ষ থেকে। সেখানে ঠাকুর পঞ্চানন বর্মার নীতি আদর্শ নিয়ে এদিন আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক জগদীশ চন্দ্র আসোয়ার ছিলেন জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নারায়ণ চন্দ্র বসুনিয়া, সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক বিকাশ রায়, ফালাকাটা মহাবিদ্যালয়ের অধ্যাপক অভিরঞ্জন বর্মন, পাপন সরকার ছিলেন জটেশ্বর ঠাকুর পঞ্চানন স্মৃতি প্রসার সমিতির সভাপতি প্রকাশ রায়, সম্পাদক কার্তিক চন্দ্র রায় সহ বিশিষ্ট অতিথিগন।