নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতে মাত্র আর কয়েকটি দিন। ইতিমধ্যেই বিশ্বকর্মা পুজোর প্রতিমা তৈরি করতে ব্যস্ততা তুঙ্গে মৃৎ শিল্পীদের। আগামী ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ইতিমধ্যে তাই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার প্রতিমা তৈরির কারখানা গুলোতে চরম ব্যস্ততা বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে। ছোট-বড়-মাঝারি সব রকম শিল্প প্রতিষ্ঠানে এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। সেই সূত্র ধরেই দুর্গোৎসবের সূচনা হয় বাংলায়। হাতে মাত্র কয়েকটি দিন। তাই নাওয়া-খাওয়া ভুলে রাত-দিন এক করে বিশ্বকর্মা প্রতিমা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমা শিল্পীরা। ফালাকাটার এক প্রতিমা শিল্পী জানান, ইতিমধ্যেই প্রতিমা তৈরীর কাজ অনেকটা সম্পন্ন করা হয়ে গিয়েছে। বেশ অনেকগুলি মূর্তি তৈরি করেছেন তাঁরা। এছাড়াও অর্ডারের মূর্তি রয়েছে আলাদা ভাবে। তবে মাটি এবং অন্যান্য উপকরণ এর দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিমার দামও কিছুটা বৃদ্ধি করা হয়েছে।