পূর্ব মেদিনীপুর, এগরা, নিজস্ব সংবাদদাতাঃ- পাঁচরোল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ১২ টি আসন রয়েছে। বুধবার বিকেলে পাঁচরোলে ফল ঘোষণার পরেই কার্যত ধরাশায়ী বিরোধী দলগুলি। ১২টি আসন ঘাসফুলের দখলে।
আরজি কর কাণ্ডের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা তো বটেই নাগরিক সমাজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল। ঠিক সেই আবহে একটি সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল সবুজ ঝড়। ১২ টি আসনের মধ্যে ১২টি আসনই জয় করে নিল তৃণমূল কংগ্রেস।
পাঁচরোল সমবায় কৃষি উন্নয়ন সমিতির
পরিচালন বোর্ড নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার দেখা গেল।
এই সমবায় সমিতিতে মোট ১২ টি আসন রয়েছে।
মোট ভোটার ৭৮৯, মোট প্রার্থী ২৪ জন, ৮ টি নির্বাচনী ক্ষেত্র। যদিও দুটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল। বুধবার সকালে থেকেই এগরা থানার কড়া পুলিসি নিরাপত্তায় নির্বাচন শুরু হয়। নির্বাচন শেষ হয় বিকাল তিনটায়। গণনার পর দেখা যায় সব কটি আসন দখল করে তৃণমূল। বিরোধীরা কার্যত খাতা খুলতেই পারেনি।
। ফল ঘোষণার পরেই তৃণমূল কর্মীরা সবুজ আবির উড়িয়ে জয় বাংলা স্লোগান দেন। এদিন এগরা ১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস ফল ঘোষণার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন,
তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছে। লড়াইয়ের ময়দানেও আছে। তা আবার প্রমাণিত হল। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, তৃণমূল নেতা গৌরী শঙ্কর মাইতি, রবীন্দ্রনাথ দাস, দেবব্রত জানা, মহিলা সভানেত্রী মানসী দে প্রমুখ। তবে এ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা অরূপ দাস জানিয়েছেন, সমবায় নির্বাচন কখনো দলের প্রতিকে হয় না। তবে বিজেপি সমর্থীত প্রার্থীরা কেনো হেরেছে সে বিষয়ে সবাইকে নিয়ে বসবো। সঠিক কারণ পর্যালোচনা করা হবে। আমরা আগে সমবায় নির্বাচনে লড়িনি। আমাদের অভিজ্ঞতাও কম। আগামীদিনে সেই সমস্যাগুলো মিটিয়ে নিয়ে আরো ভালো হবে বলে আশাবাদী বিজেপি নেতা অরুপ দাশ।