সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে সদর মহকুমা শাসককে ডেপুটেশন দিল বেদিয়া সামাজিক সমিতি।

0
14

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১২ সেপ্টেম্বর:- সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে সদর মহকুমা শাসককে ডেপুটেশন দিল বেদিয়া সামাজিক সমিতি। আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন ধরে বেদিয়া সমাজের যারা মানুষ রয়েছে তারা বেদিয়া শংসাপত্র পাচ্ছেন না। এমন কি সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আজ এই সব দাবিকে সামনে রেখেই বালুরঘাটে এসডিওকে লিখিত ভাবে অভিযোগ জানালেন সংগঠনের সদস্যরা। করম পুজো উপলক্ষে আর্থিক সহায়তা দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন আন্দোলনে নামবেন বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।