মালদার গাজোল ব্লকের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে গাজোল ব্লকের প্রাথমিক শিক্ষা দপ্তরে গাজোল উত্তর চক্রের এস আই কে ডেপুটেশন দেওয়া হলো।

0
10

নিজস্ব সংবাদদাতা, মালদা ,12 সেপ্টেম্বর:- মালদার গাজোল ব্লকের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে গাজোল ব্লকের প্রাথমিক শিক্ষা দপ্তরে গাজোল উত্তর চক্রের এস আই কে ডেপুটেশন দেওয়া হলো। বৃহস্পতিবার তারা শিক্ষা দপ্তরের আধিকারিকদের হাতে চার দফা দাবি সহ একাধিক সমস্যা তুলে ধরেন।তাদের মূল দাবি, মাতৃভাষা শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা, সাঁওতাল এলাকায় বাংলা মাধ্যমের পাশাপাশি সাঁওতালি মাধ্যমে পড়াশোনা চালু করা, বিদ্যালয় পঠন পাঠন ব্যবস্থা করা সহ বিভিন্ন কিছু। আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষে রবিন মুর্মু বলেন, আমরা এদিন নর্থ সার্কেল সহ বিভিন্ন সার্কেলে লিখিত ডেপুটেশন দিলাম। এস আই সঙ্গে দেখা হয়েছে।আগামী দিনে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা চালু বিষয় বলা হয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠাবেন বলে জানিয়েছেন।