মেজিয়া প্ল্যান্টে সিআইএসএফ এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের যৌথ মক ড্রিল।

0
34

নিজস্ব প্রতিনিধি, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়া জেলার মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন এর গবেষণা ও উন্নয়ন ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় সিআইএসএফ এবং বিভিন্ন সংস্থার দ্বারা পরিচালিত যৌথ মক ড্রিল অনুষ্ঠিত হলো। এ দিনের এই কর্মসূচি মহড়ায় বাঁকুড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিকিৎসা সেবা, স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিস জড়িত ছিল।

মক ড্রিল চলাকালীন সন্ত্রাসী হামলার পর উদ্ধার অভিযান চালানো হয়। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি এবং বোমা বিস্ফোরণের সময় ভবনটিতে আগুন ধরে যায়। এমতাবস্থায় উদ্ধারকারী দল দ্রুত ও সংগঠিত তৎপরতার মাধ্যমে সকল মানুষকে নিরাপদে সরিয়ে নেয়। এই মক ড্রিলের উদ্দেশ্য ছিল জরুরী পরিস্থিতিতে সংস্থাগুলির মধ্যে সমন্বয় এবং প্রতিক্রিয়া প্রস্তুতির মূল্যায়ন করা। সিনিয়র CISF অফিসার কমান্ড্যান্ট সোনু সিং সিকারওয়ারের নেতৃত্বে পরিচালিত এই অনুশীলনটি বিভিন্ন সংস্থার মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে সফল হয়েছিল।
সিআইএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।