টানা নিম্নচাপের জেরে ফুল চাষীদের ক্ষতি হলেও কোলাঘাটের ফুলের বাজার স্বাভাবিক,খুশি ক্রেতা থেকে বিক্রেতা ।

0
10

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো,আর এই পুজোতে প্রত্যেক বছর সারা রাজ্যজুড়ে ফুলের চাহিদা মেটাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুল বাজারে যথেষ্ট বীর লক্ষ্য করা যায়, তবে এই বছর টানা নিম্ন চাপের জেরে ক্ষতি হয়েছে বহু ফুল চাষির, এই মতো অবস্থায় এইবারের বিশ্বকর্মা দেবের পুজোতে ফুলেরবাজার আগুন হবে বলে ধারণা ছিল এলাকার ফুল চাষি থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ীরা, কিন্তু এই বছর টানা নিম্নচাপের জেরে ফুল চাষের ক্ষতি হলেও এই বছর পুজোতে ফুলের দাম ছিল স্বাভাবিক, এমনটাই জানিয়েছেন কোলাঘাটের এক ফুল ব্যবসায়ী, আজকের দিনে গাঁদা ফুলের রেট হয়েছে ৩০ থেকে ৪০ টাকা পার কেজিতে,অন্যদিকে রজনীগন্ধা ফুলের দাম হয়েছে ২০০ থেকে ২৫০ টাকা প্রতি কেজিতে, তবে এই পুজোতে দাম স্বাভাবিক হলেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে ফুলের দাম বাড়বে বলে আশঙ্কা করছি এলাকার ফুল চাষিরা, তাই এই দিন সকাল থেকে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে কোলাঘাট ফুল বাজারে।