ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকাবিহার, উপভোগ করছে আবালবৃদ্ধবনিতা ।

0
12

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : ১৮ সেপ্টেম্বর:- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারী টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশীর (৭২) হাত ধরে বংশীহারীতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে। জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেনবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। বংশীহারীর টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি। মাথাপিছু ৫০ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের।এ’বছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু ৫০ টাকার বিনিময়ে। তিনি জানান, ‘আমি আগে কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম। ছেলে মেয়ে তো কেউ দেখেনা তাই এখন বয়স হয়ে যাওয়ায় কাজ করতে পারি না। সেজন্য বার্ধক্য ভাতার কিছু টাকা জমিয়ে অন্যের কাছ থেকে ধার করে প্রায় ৮০ হাজার টাকা জোগাড় করি। তা দিয়েই এই যন্ত্রচালিত নৌকা বানিয়েছি। এই কাজ করে স্বামী-স্ত্রীর পেটের ভাত জোগাড় হচ্ছে।’