ভাদ্র সংক্রান্তিতে বাৎসরিক পূজা ও মহা যজ্ঞের আয়োজন শতাব্দি প্রাচীন তিল ভান্ডেশ্বর শিব মন্দিরে।

0
11

নিজস্ব সংবাদদাতা, বামনগোলা ১৮ সেপ্টেম্বর :- ভাদ্র সংক্রান্তিতে বাৎসরিক পূজা ও মহা যজ্ঞের আয়োজন শতাব্দি প্রাচীন তিল ভান্ডেশ্বর শিব মন্দিরে।
মঙ্গলবার সারাদিন ধরে চলে পূজা। সন্ধ্যায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে শুরু হয় মহা যজ্ঞ। কথিত রয়েছে সেন আমলে নাকি তৈরি হয়েছিল এই শিব মন্দির।
মালদা জেলার বামোনগোলা থানার নালাগোলা এলাকায় পুনর্ভবা নদীর তীরে অবস্থিত শিব মন্দিরটি। বর্তমানে বট গাছের শেকড়ে ঢাকা মন্দিরটি। মন্দিরের ভেতরে রয়েছে প্রাচীন পাথরের শিব লিঙ্গ। বিশালাকৃতির বটবৃক্ষের শেকড়ে ঢাকা মন্দিরটির অপরূপ শোভার টানে বহু ভক্ত ছুটে যান সেখানে।
এদিন পূজা ও যজ্ঞের পাশাপাশি বাউল উৎসবের আয়োজন এবং হাজারো ভক্তদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয়। এদিন শিব পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয় পূজা কমিটির পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন,পূজা কমিটির সক্রিয় সদস্য অজিত সাহা, গৌতম সাহা,খোকন কুন্ডু,কমল দত্ত,সহ অন্যান্য সদস্যরা।