কোলাঘাটের জৈন মন্দিরে দশদিনের মহা প্ররিউসন পর্ব উৎসব শেষ দিনে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে বিসর্জন পর্ব ।

0
7

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এখানে সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করেন,আর প্রত্যেক সম্প্রদায়ের মহান উৎসব রয়েছে,তেমন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জৈন সম্প্রদায়ের মানুষজনের মহান উৎসব মহা প্ররিউসন পর্ব বিভিন্ন পূজা অর্চনার মত দিয়ে সম্পন্ন হয় যৌন মন্দিরে, জানা গিয়েছে ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব, প্রত্যেকদিন ধর্মীয় রীতি মেনে পূজা আর চুনার মধ্য দিয়ে এই উৎসব পালন করছে জৈন সম্প্রদায়ের মানুষজন, ১৮ই সেপ্টেম্বর অর্থাৎ আজ বুধবার বিভিন্ন রীতি রীতি মেনে পূজা আরজনা সম্পূর্ণ হয় এই দিন মন্দির প্রাঙ্গণে, এরপর তাদের দেবতাকে পালকিতে চড়িয়ে গোটা এলাকা বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে বিসর্জন করা হয়, জানা গিয়েছে সদূর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে পন্ডিতকে, আর দশ দিন ধরে চলছে জৈন সম্প্রদায়ের ধর্মীয় রীতি নীতি মেনে পূজা অর্চনা, আজ অর্থাৎ বিসর্জনের পরে গুরুদেব প্রণাম এবং ছোটদের আশীর্বাদ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই বিসর্জন সম্পন্ন হবে।