পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চুরান্ত বাস্ততা চোখে পড়ল কুমোরটুলিতে।

0
9

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আকাশে বাতাসে পুজোর গন্ধ লেগেছে।’ আর শরত মানেই উমার এর আগমন। কাশফুল আর পেঁজা তুলোর মতো মেঘ যেন জানান দিচ্ছে মা আসছেন। হাতে আর মাত্র কয়েকটি দিন, তারপর আপামর বাঙালি মেতে উঠবে মা এর আগমনে, মেতে উঠবে আনন্দ উৎসবে, মেতে উঠবে নতুন নতুন সাজ পোশাকে। বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’ এর মধ্যে সবথেকে বড় পার্বণ হিসাবে দুর্গা পুজার নাম ই প্রথম সারিতে। পুজোর আগমনী ঘণ্টা বাজার সাথে সাথে চুরান্ত বাস্ততা চোখে পড়ল কুমোরটুলিতে। নাওয়া-খাওয়া ভুলে ইতিমধ্যে কুমোরটুলির প্রায় সকল প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে । দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ। ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পযার্য়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জর কাজ। আলিপুরদুয়ারের ফালাকাটা প্রতিমা নির্মাণ কারখানায় ঘুরে দেখা মিলল প্রতিমা তৈরির জোর বেশি দেওয়া হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ারের অন্যতম মুজনাই এলাকার প্রতিমা নির্মাণ কারখানায় এখন ব্যস্ততা। প্রায় সবাই ব্যস্ত দুর্গা প্রতিমা তৈরির কাজে। নাওয়া খাওয়া ভুলেছেন প্রতিমা শিল্পীরা। উমা আসছে। তাই ব্যস্ততা বেড়েছে মুজনাই এর প্রতিমা নির্মাণ কারখানায়। শিল্পী থেকে সহকারী। সবাই খুব ব্যস্ত। দক্ষ হাতের ছোঁয়াতেই ফুটে ওঠে মহামায়ার মৃন্ময়ী রূপ।