হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভীমপুর বিওপি, উত্তর আগ্রা বিওপি, গোবিন্দপুর বিওপি এলাকা থেকে নিষিদ্ধ ফেনসিডিল, ফেয়ারডিল ও মাদক ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ,ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ।

0
6

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জানা যায় গতকাল অর্থাৎ শুক্রবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভীমপুর বিওপি এলাকা থেকে ২৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য পাঁচ হাজার ১৩৭ টাকা। উত্তর আগ্রা বিওপি এলাকা থেকে ৯৯ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করে BSF, যার আনুমানিক বাজার মূল্য 21,067 টাকা। এছাড়া বৃহস্পতিবার গোবিন্দপুর এলাকা থেকে ১২০ বোতল নিষিদ্ধ ফেয়ার ডিল উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার ৬২০ টাকা এছাড়া একশ পাতা নিষিদ্ধ মাদক ট্যাবলেট উদ্ধার করে দিয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার টাকা । যদিও পৃথক এই তিনটি ঘটনায় কাউকে বিএসএফ গ্রেফতার বা আটক করতে পারেনি। তবে সীমান্তে কড়া নজর রাখছে ৬১ নম্বর বিএসএফ বেটালিয়নের জোয়ানরা বলে সূত্রের খবর।