সারা দেশ যখন দুর্গা পুজো নিয়ে মেতে থাকে তখন এই গ্রামের মানুষ মেতে ওঠেন মনসা পুজো নিয়ে।

0
24

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যে কখন পালিত হয় শারদীয়া দুর্গাপূজার সেখানে ভিন্ন রুপ দেখতে পাওয়া যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বলদার গ্রাম পঞ্চায়েত ফুল ঘড়া এলাকায়।গ্রামবাসীরা জানায় সারা দেশ যখন দুর্গা পুজো নিয়ে মেতে থাকে তখন এই গ্রামের মানুষ মেতে ওঠেন মনসা পুজো নিয়ে,কারন হিসেবে তারা জানান, এক সময় এই গ্রামে প্রচন্ড সাপের উৎপাত ছিল এবং প্রায় দিনই সর্পাঘাতে প্রান হাড়ায় প্রচুর মানুষ।সেই সময় সপ্নাদেশ পান বুদর মন্ডল নামক এক বৃদ্ধ। পরদিন দুপুরে আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে একটি কাঠ জলের তোরে ভাসে আস্তে দেখে কাঠটি বাড়ি নিয়ে এলে সেদিন রাতে দেবী পুনরায় আদেস দেন ওই কাঠে দেবি মনসা মুর্তি বানিয়ে গ্রামে প্রতিষ্ঠান করে দেবী দূর্গার পুজোর আদোলে মনসার পূজা করলে গ্রামের মানুষ সাপের ভয় এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এই ভাবেই আনুমানিক ৩০০থেকে ৩৫০ বছর ধরে পুজিতা হয়ে আসছেন দুর্গা পুজো র দিন মা মনসা।পুজোর এই চার দিন গ্রামের মানুষ জন মনসা পুজো নিয়ে মেতে থাকেন।মা কে নিরামিষ ভোগ দেওয়া হয়,দুপুরে নিরামিষ ভোগ হিসেবে অন্ন দেওয়া হয় বলে জণান গ্রামবাসী সকল পুজোর পর কদিন ধরে চলে যাত্রাগান,মনসা মংগল গান,জানান গ্রামবাসী রা।