ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব,বিতরণ করা হলো ত্রাণ সামগ্রী ।

0
15

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের একাধিক এলাকা, কার্যত জল যন্ত্রণা ও খাদ্যের অভাব দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে,ত্রাণ সামগ্রী নিয়ে কার্যত ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে বন্যা দুর্গতদের মধ্যে, এই পরিস্থিতির মাঝে এলাকা পরিদর্শন করেছেন সাংসদ দীপক অধিকারী,পাশাপাশি গত বুধবার এলাকা পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,রবিবার ফের এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যা দুর্গতদের খাদ্য সামগ্রী প্রদান করলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঘাটালের বন্যা দুর্গত মানুষজনের দুঃখের কথা তুলে ধরেন, পাশাপাশি তিনি জানিয়েছেন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর মারফত চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে, তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন কেন্দ্ররাজ্য নিয়ে এই মুহূর্তে দরকষা কষি না করাই ভালো, আগে এই মুহূর্তে এই অসহায় মানুষজনের পাশে থাকার বার্তা দেন তিনি।