এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে তৃতীয় অভয়া ক্লিনিক হয়ে গেল মালদার মানিকচকের ভূতনীর বন্যা কবলিত এলাকায়।

0
18

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে তৃতীয় অভয়া ক্লিনিক হয়ে গেল মালদার মানিকচকের ভূতনীর বন্যা কবলিত এলাকায়। বুধবার এই অভয়া ক্লিনিক অনুষ্ঠিত হয় ভূতনীর আমতলা নন্দীটোলা হাইস্কুলে। সেখানে মালদা মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের ডাক্তাররা। তারা বিনামূল্যে বন্যা পীড়িত অসহায় মানুষজনের বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেন। তাই বিনামূল্যের চিকিৎসা পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। অভয়া ক্লিনিকের জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা জানান, আর জি কর কান্ডে এখনও সুবিচারের দাবীতে তাদের প্রতিবাদ চলছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন। আর জি। কান্ডে ডক্টরদের আন্দোলনের সময় সাধারণ মানুষ, তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। যার প্রতিদান স্বরূপ তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অভয়া ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন।