বালুরঘাট থানার উদ্যোগে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সমন্বয় বৈঠক ও শারদ সম্মান ২০২৩ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল বালুরঘাটে।

0
18

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর: – বালুরঘাট থানার উদ্যোগে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সমন্বয় বৈঠক ও শারদ সম্মান ২০২৩ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল বালুরঘাটে। বুধবার সন্ধ্যায় বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া সভাকক্ষে শহর ও গ্রামের সেরা পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলা শাসক বিজিন কৃষ্ণা, ডিএসপি সদর বিক্রম প্রসাদ, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রতিমা, আলো, মণ্ডপের পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা, পরিবেশ সহ একাধিক বিষয় বিবেচনা করে বিশিষ্টজনদের নিয়ে তৈরি বিচারকমন্ডলী সেরাদের নির্বাচন করেছিলেন। মোট ১০০ নম্বরের মধ্যে প্রতিযোগিতায় চলেছে। যেখানে বিচারকদের হাতে ৮৫ নম্বর ও বালুরঘাট থানার আইসির হাতে ১৫ নম্বর বরাদ্দ ছিল।এদিন পুরসভার নিম্ন, মধ্য, উচ্চ বাজেট ও মহিলা পূজা উদ্যোক্তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কৃত করা হয়। তাছাড়াও গ্রামের পুজো উদ্যোক্তাদের আলাদা বিভাগে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি, এদিন বালুরঘাট পুরসভার উদ্যোগে পুজো উদ্যোক্তাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে এই ভবনে।