মালদার মানিকচকের ভুতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনা।

0
16

নিজস্ব সংবাদদাতা, মালদা:– মালদার মানিকচকের ভুতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনা।প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজেই মালদার মানিকচকের ভুতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনা। তার সঙ্গে বৃষ্টিতে ভিজেই ভুতনীর বন্যা পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখলেন মালদার জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর তারা মানিকচক গঙ্গাঘাটে গিয়ে প্রথমে নারায়ণপুর চর এলাকার গঙ্গা ভাঙন পীড়িত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন পরে তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর তারা চলে যান মথুরাপুরে অবস্থিত মানিকচক মডেল স্কুলের হস্টেলে। সেখানে ত্রাণ শিবিরে থাকা ভূতনীর উত্তর চন্ডীপুরের বন্যা পীড়িতদের মধ্যে পোশাক-আশাক সহ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীক বিতরণ পর্বে রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা।এর পরে এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনা, মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৃষ্টিতে ভিজেই ভূতনীর দক্ষিণ চন্ডীপুরে যান। সেখানে কাটা বাঁধের পরিস্থিতি পরিদর্শন করেন। সেই সঙ্গে বাঁধের উপর থাকা বেশকিছু বন্যা পীড়িত অসহায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করেন।এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনা জানান পরিদর্শন করা হলো পরিদর্শন করা হলো এবং প্রশাসনিক তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।জেলাশাসক পুলিশ সুপার ও মন্ত্রীর রয়েছেন তারা পুরোটাই নজর রাখছেন। ভূতনী ভাঙ্গর নিয়ে তিনি বলেন এবিষয়ে এখন কিছু জানাতে পারছিনা আমি ভাঙনের বিষয় নিয়ে বলেন আমি রাজ্যে এই রিপোর্ট জানাবো।