নিম্নমানের সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ তুলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

0
18

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিম্নমানের সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ তুলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগরের ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের সামগ্রী পরিবেশন করা হয়। পোকা ধরা চাল এবং তেতো ছাতু দেওয়া হচ্ছে শিশুদের বলে অভিযোগ। একাধিক বার অঙ্গনওয়াড়ি কর্মীদের কে জানানো হলেও তার কোনও সুরাহা হয়নি। তাই শুক্রবার গ্রামের মানুষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকেন। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বলেন, বিষয় টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।