কিছু বলতে চাই : চৈতালী দাসমজুমদার।

0
12

মনে পড়ে ,তুমি বলেছিলে প্রেম নাকি তোমার কাছে একঘেয়েমি প্যানপ্যানে গানের মতো …..
ভেবে অবাক হয়ে যাই ,যার মাঝে এত প্রেম এত ভালবাসা ছিল কোথায় গেল তারা?
তোমাকে নাকি অতিষ্ঠ করে তুলেছে তোমার সেই পবিত্র প্রেম।
শিউলি ফুলের বদলে তোমার সামনে ভয়ংকর ক্যাকটাস।
তাই আজ নতুন করে কিছু বলতে চাই তোমাকে কবি……………….
প্রেম যখন তোমার কাছে অতিষ্ঠ করেছে জীবন ,
তবে কেন কেন লিখবে প্রেমের কবিতা, প্রেমের কথা প্রেমের গান……..

চলোনা কবি ,ঘুরে আসি সেই দেশে যে দেশে জলজ্যান্ত তিলোত্তমার বিসর্জন হয়।
রাতের আঁধারে অত্যাচারিত হয় নরপশুদের হাতে।
নাও না কবি আজ সেই তিলোত্তমার জন্য কলম তুলে ……………….
লেখো না তিলোত্তমার কথা রাতের আঁধারে তার ওপর অত্যাচার ,বাঁচার আপ্রাণ চেষ্টা।
যেমন করে মা দুর্গা অসুরকে বধ করেছিলেন ঠিক তেমন করেই কলম তুলে তুমি লিখবে………………

হ্যাঁ তুমি লিখবে বন্ধ ঘরে তার অত্যাচারের কথা, জীবনে তার রয়ে যাওয়া আক্ষেপের কথা।
হ্যাঁ আরও কিছু বলতে চাই তোমায়………. ওই দেখো দূরে বটগাছের ছায়ায় একটি অপূর্ব সুন্দরী বসে আছে …………
মলিন বস্ত্র তার গায়ে।
গাঁয়ের মানুষ আজ তাকে পাগলী বলে জানে।
কিন্তু কি অদ্ভুত যেনো …………………… গভীর রাতের অন্ধকারে গ্রামের মোড়ল ,মুরুব্বিরা সযত্নে নিয়ে যায় তাদের বিলাস বহুল বিছানায়।
লেখার ইতি না টেনে দেশের কোণে কোণে যেখানে আসিফার মত, অভয়ার মত ত্রিলোত্তমার মত মেয়েরা অত্যাচারিত হয়, তাদের নিয়ে তুমি লেখ কবি।
আমার শুধু এইটুকু অনুরোধ