যাপন : শ্রী ভট্টাচার্য্য।

0
18

তারপর একদিন সব ঠিক হয়ে যাবে।

তোমার কাঁধের উপর যে ছোট্ট কালো তিলটা
সবসময় আমাকে কাছে ডাকত,
সেও সেজে উঠবে নতুন করে।
আমার চিতার উষ্ণ নীল – কালো ধোঁয়ারা
ছুঁয়ে যাবে তোমাকে আলতো করে।

জোরাজুরি কোনোদিনই বিশেষ পছন্দ ছিল না তোমার।
তাই জন্যই বোধ হয়, আমার খোঁপায় আর কোনোদিন
মালা সাজানো হলো না,
বসন্তে রঙ মাখা হলো না,
কোনোদিন, কলঙ্ক মাখা হলো না।

সেই যে সে দিন কোথা থেকে যেন একমুঠো ফাগুন এনে
ছড়িয়ে দিলে!
আমি ভাবলাম, এই তো! এ তো আমারই আকাশ!

না গো না! আজ আর ভবি না।
এসব ভাবার বয়স পেরিয়ে এসেছি কিছু কাল আগেই।
সেদিনও মনে মনে জেনেছিলাম,
একদিন সব ঠিক হয়ে যাবে।

এরপরের গল্পটা তোমার অজানা।
প্রতীক্ষা-তিতিক্ষার দীর্ঘ পথ পেরিয়ে
জীবন সায়াহ্নে পৌঁছে দেখি।
তুমি আকাশ সাজিয়েছো ঠিকই , তবে
সে আকাশ আমার জন্য নয়।
সেখানে উড়ে বেড়ায় একঝাঁক মুক্ত টিয়া।

মন খারাপ করিনি, বরং ভালই লেগেছিল।
শখ করে কেই বা বাজ সাজায় ঘরে?
সে কি পোষ মানে? না তো!

সেদিন বুঝছিলাম,
আসলে কিছুই ঠিক হয়ে যায় না,
মেনে নেওয়া এবং মানিয়ে নেবার খেলায়
সবাই অভ্যস্ত হয়ে ওঠে মাত্র।

এতকিছুর পরেও
অবুঝ মন আনমনে প্রবোধ দেয়,
একদিন সব ঠিক হয়ে যাবে…….