আলিপুরদুয়ার শহরের দ্বীপচর এলাকার বর্তমান সপ্তম শ্রেণীর ছাত্র অঙ্কিত দেবনাথ, তার তৈরি প্রতিমা পূজিত হবে পাড়ায়।

0
13

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ছোট বেলা থেকেই মাটি ও ঠাকুর দেবতাদের মূর্তি দিয়ে খেলাধুলা করত আলিপুরদুয়ার শহরের দ্বীপচর এলাকার বর্তমান সপ্তম শ্রেণীর ছাত্র অঙ্কিত দেবনাথ। ধীরে ধীরে বড় হয়ে ওঠার সঙ্গে তার সেই খেলা বদলে যায় নেশায়। চতুর্থ শ্রেণীতে পড়বার সময় থেকে সে শুরু করে দেবদেবীর মূর্তি বানানো। আর নিজের হাতে গড়া প্রতিমা দিয়ে সে সময় বাড়ির সামনের মাঠে শুরু করে দূর্গা পুজো। প্রথমবার পুজোতে পাড়ার সবাই অংশ গ্রহণ করে প্রশংসায় ভরিয়ে দেয় তাকে। এরপর প্ৰতি বছরই দূর্গা পুজোর সময় দূর্গা, কালী পুজোর সময় মা কালী এবং স্বরস্বতী পুজোয় নিজের গড়া প্রতিমা দিয়েই পুজোর প্রচলন শুরু করে সে। এমনকি তার গড়া লক্ষী প্রতিমা দিয়ে তার মা বাড়িতে কোজগরী লক্ষী পুজোর আয়োজন করেন। ছেলে যেদিন থেকে প্রতিমা গড়ে দেয়, তারপর থেকে আর কুমোরটুলি মুখো হননি তার মা লক্ষী প্রতিমার জন্য। বাবা সামান্য সব্জি বিক্রেতা, তার একার আয়ে চলে পরিবার। প্রথম দিকে প্রতিমা বানানোর খরচ ও ছেলের পড়াশুনার কথা মাথায় রেখে ছেলেকে মানা করলেও পরে তার একাগ্রতার সামনে হার মানেন বাবা মা দু’জনেই। প্রতিমা বানানোর সরঞ্জাম কিনে এনে দেন বাজার থেকে। আর সেগুলো দিয়েই তার সৃষ্টির কাজে মগ্ন থাকে অঙ্কিত। সকালে স্কুলে যায় সময়মত। সেখান থেকে ফিরে খাওয়াদাওয়া করেই লেগে যায় প্রতিমা তৈরীর কাজে। তার কাজ দেখতে সে সময় ভিড় করে পাড়ার মানুষজন। তাদের কথায় অঙ্কিত প্রতিভাবান শিল্পী। তার উদ্যোগেই পাড়ায় পুজো হয়ে বিগত তিন বছর ধরে। এবারের অঙ্কিতের তৈরী মায়ের পুজোর জন্য তারা সকলেই প্রস্তুত।