বিপদ সীমা পার না হলেও, প্রাক-বিপদ সীমা দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল।

0
13

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- দিন কয়েকের অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জল বেড়েছে দক্ষিণ দিনাজপুরের পুনর্ভবা নদীতে। বিপদ সীমা পার না হলেও, প্রাক-বিপদ সীমা দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। পুনর্ভবা র জলে প্লাবিত তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া, জিগাতলি, সুতৈল, মনোহলি, শিবতলা গ্রাম। বিঘার পর বিঘা ধানের জমি প্লাবিত। চলাচলের পিচ রাস্তা জলের তলায়। জল ঢুকেছে গ্রামগুলির বাড়ি ঘরেও। স্বাভাবিকভাবেই সমস্যায় এলাকার গ্রামবাসী। ধানের জমি জলের তলায় চলে যাওয়ায় চিন্তায় রয়েছেন।গবাদি পশু নিয়েও সমস্যায় পড়েছেন। সরকারি ত্রাণ পাননি বলেই অভিযোগ গ্রামবাসীদের।