বেশকিছু দাবিদবাকে সামনে রেখে গঙ্গারামপুরে মিছিল করলো সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি।

0
15

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর :- বেশকিছু দাবিদবাকে সামনে রেখে গঙ্গারামপুরে মিছিল করলো সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি।সোমবার দুপুরে গঙ্গারামপুর শহরের চৌপতি এলাকা থেকে মিছিল বের করে সংগঠনের সদস্যরা।  এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।তাদের দাবিগুলির মধ্যে ছিল রাজ্য সরকারের দেওয়া মানবিক ভাতা ১ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা করতে হবে,রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবন্ধীদের রিলিফ প্রদান করা হলেও তা কোনো কারণবশত  বন্ধ করে দেওয়া হয়েছে। সেই রিলিপ পুনরায় চালু করতে হবে,অন্যান্য হাসপাতাল থেকে প্রতিবন্ধীদের ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হলেও গঙ্গারামপুরে তা বন্ধ রয়েছে।সেই সার্টিফিকেট প্রদান করতে হবে।পাশাপাশি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারদের বিরুদ্ধে প্রতিবন্দী মানুষজনের সাথে খারাপ আচরণ করার অভিযোগও  তোলেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি আর জি কর কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে এদিন সরব হন সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা।এই বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক নারায়ণ মহন্ত জানান।