ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলগাঁও গ্রামের ঘরের ছেলে বাড়ি ফিরল, তবে নিথর হয়ে।

0
33

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সংসারের হাল ধরার স্বপ্ন ছিল রজত বর্মনের, কিন্তু তা আর হলো না। বুধবার সকালে ওড়িশা থেকে ১৯ বছর বয়সের তরুনের দেহ পৌছল তাঁর বাড়িতে। ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলগাঁও গ্রামের ঘরের ছেলে বাড়ি ফিরল, তবে নিথর হয়ে। জানা গিয়েছে, বাবার সাথে কাজে গিয়েছিল ফালাকাটা ব্লকের ধুলগাঁও গ্রামের ছেলে রজত বর্মন। সেখানে জ্বরে আক্রান্ত হয়ে গত রবিবার তার মৃত্যু হয়। বুধবার সকালে তাঁর মৃতদেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা।আসলে রজত তাঁর মিষ্টি ব্যবহারের দ্বারা সকলকেই আপন করে নিয়েছিলেন, সেই ছেলে বেলা থেকেই। নিজের ব্যবহারের জন্য ধীরে ধীরে সে হয়ে উঠেছেন গ্রামের সকলের কাছে প্রিয়। তবে ঘরের ছেলে রজত যে আজ আর নেই তা কেউই ভাবতেই পারছেন না। অথচ কদিন পরেই তাঁর বাড়ি আসার কথা ছিল। ইচ্ছে ছিলো দার্জিলিং ঘুরতে যাবার। তার আগেই আজ বুধবার রজত এসেছেন নিজের গ্রামে। তবে নিথর দেহ হয়ে। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। এদিন পরিবারের পাশাপাশি প্রিয় রজত কে হারিয়ে শোকে বিহ্বল পাড়া-প্রতিবেশীরাও। আগে রজত যখনই বাড়ি এসেছেন, বাড়ির লোকজনের পাশাপাশি পাড়া- প্রতিবেশীদের সঙ্গেও কাটিয়েছেন সুন্দর মুহূর্ত। রজত বর্মনের কয়দিন পরই বাড়ি আসার কথা ছিল। কিন্তু তা আর হল না।