আগমনী : শীলা পাল।

0
16

শুনেছি পায়ের আওয়াজ আগমনী গান বেজেছে প্রকৃতি জুড়ে,
কাশের বনে শুধুদোলা আছে
নেই সে খুশীর হাওয়ায় ভরে।
একটা শোকের হাহাকার ছড়িয়েছে চারিদিক
ধর্ষন আর খুনের রক্তে মেশা সেই অবিচারের
কান্নার সাথে গর্জন এসে মিশে, আছে হাজারো কন্ঠের বুক ফাটা ধ্বনিতে
শুধু বিচারের দাবীতে
যাস্টিস চাই ভাসে বাতাসে
বাতাসে।
এসো তুমি দেবী এসো
অসুর নিধন তোমার কাছে তো খেলা
সেই খেলাটি এসেই শুরু কর আমরা শুধু দেখি তোমার লীলা।
জয় মা জগজ্জননী।