বাংলা ভাষাকে ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার।

0
19

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলা ভাষাকে ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে যেমন ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি খোলা চিঠি দিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলা ভাষার জন্য তার অবদান কি তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় কখনো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন কখনো বা তার দলের মন্ত্রীরা সক্রিয় অংশগ্রহণ করেছে এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে ধুপদ ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কি কি আবেদন করেছেন তা দেখানোর জন্য অনুরোধ করেন সুকান্ত মজুমদার এছাড়াও তিনি পাল্টা বলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরে ২০১৮ সালে রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়েছিল তাদের দাবি ছিল স্কুলে আরবি শিক্ষক নয় বাংলা শিক্ষক চাই। অর্থাৎ বাংলা ভাষার জন্য পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিল এই দুই ছাত্র আজও তাদের দেহ সৎকার হয়নি কবরে রেখেছে তার মা বাবা মুখ্যমন্ত্রী যদি বাংলার এবং বাংলা ভাষার প্রতি এতই দরদী হন তাহলে এই দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানাচ্ছি।