ভারী বর্ষণের ফলে কোলাঘাটের বিভিন্ন এলাকায় জমে রয়েছে জল প্রশাসনকে বলেও সূরাহা না মেলায় মেচেদা-হলদিয়া জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের।

0
33

 

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অতি বর্ষণের ফলে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বিভিন্ন গ্রামে এখনো জমে রয়েছে জল। বারবার প্রশাসনকে জানিও কোন সূরানা হওয়াতে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা রবিবার বিকেলে মেছোদাও হলদিয়া জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা, এই দিন এই অবরোধের ফলে ব্যাপক যানজট সৃষ্টি জাতীয় সড়ক জুড়ে। স্থানীয়দের অভিযোগ কোলাঘাট ব্লকের তাহালা,নহলা, মান্দার গাছিয়া সাগরবার সহবিভিন্ন গ্রামে এখনো জমে রয়েছে জল। প্রশাসকের বারবার জানানোর পরেও মেদিনীপুর ক্যালান দিয়ে জল বার করার কোন ব্যবস্থা করেনি। কোলাঘাট এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিওকে বারবার জানিও কোন সূরাহা মেলেনি ।এইদিন কোলাঘাট রামকোষ সিমেন্ট ফ্যাক্টরির কাছে মেচেদা হলদিয়া ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা, খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশ ।