পায়ে পায়ে ৫০ বছর সোনামুখীর অন্যতম দুর্গোৎসব কমিটির পুজোর থিম অধরা মাধুরী।

0
12

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার সোনামুখী শহরের অন্যতম দুর্গাপুজো, একে অপরের হাত ধরাধরি করে পায়ে পায়ে আজ ৫০ বছরের পদার্পণ করলো। এই ৫০ বছর ধরে এই পুজো কমিটির বিভিন্ন ভাবে পুজোর মধ্যেও মানুষের মনোরঞ্জনের সাথে সাথে শিক্ষণীয় বিষয় উপহার দিয়েছে, এবার এই পুজোর প্যান্ডেলের থিম অধরা মাধুরী, এ সম্পর্কে পুজো কমিটির দুই গুরুত্বপূর্ণ সদস্য বলেন, মানুষ বরাবর সুন্দরের পূজারী এবং সুন্দরকে ধরার জন্য কঠোর পরিশ্রম করে , আমরাও সুন্দরের রূপ-রস গন্ধ উপভোগ করতে চেয়েছি এবং তাকে ধরতে চেয়েছি আর সেই কারণেই আমাদের পুজোর প্যান্ডেল থিম অধরা মাধুরী। রবীন্দ্রনাথ ৭৮ বছর বয়সে অধরা মাধুরীর কথা বলেছেন। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে অধরা মাধুরী সুন্দরী কে ধরার চেষ্টা করেছেন।আর সেই অধরা মাধুরী উঠে এলো পুজোর মন্ডপে।
নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য থিম যা দেখে আনন্দে উদ্বেলিত হবে দর্শনার্থীরা। পুজো কমিটির ও আশা, উৎসবের শুরুর দিন থেকেই বাঁকুড়া সোনামুখী শহরের অন্যতম পুজোর থিম হিসাবে মানুষের মন জয় করবে অধরা মাধুরী।