পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই সময়ে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলি কয়েক দিনের জন্য ছাত্র-ছাত্রীদের আনন্দের স্বার্থে ছুটি দেওয়া হয়,ইতিমধ্যেই বেশ কয়েকটি বিদ্যালয়ে পূজোর ছুটির দিন ঘোষণা করে দেওয়া হয়েছে, আজ অর্থাৎ সোমবার পঞ্চমীর দিন, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের হুমগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছুটির দিন ঘোষণা হওয়ার আগে শিক্ষিকা ও ছাত্রীদের উদ্যোগে খাদ্য মেলার আয়োজন করা হয়, জিভে জল আনার বিভিন্ন খাবারের আয়োজন করা হয় বিদ্যালয় ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে, আর এতে যেমন একদিকে খুশির হাওয়া লক্ষ্য করা গিয়েছে ছাত্রীদের মধ্যে অপরদিকে শিক্ষিকাদের মধ্যে একই চিত্র উঠে আসে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিদ্যালয় ছুটি হওয়ার দিনে হুমগর বালিকা উচ্চ বিদ্যালয় খাদ্য মেলার আয়োজন, খুশির...