দেবীপক্ষের সূচনালগ্নে পটাশপুরে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ,প্রমাণ লোপাট করতে মুখে বিষ ঢেলে খুন !, অভিযুক্তকে বাড়ি থেকে বের করে গণধোলাই।

0
25

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বামী কর্ম সূত্রে বাড়ির বাইরে থাকেন। সেই সুযোগে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এরপর ঘটনা ধামাচাপা দিতে ওই গৃহবধূর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। এরপরেই ক্ষিপ্ত জনতা এক অভিযুক্তকে পাকড়াও করে ব্যাপক গণধোলাই দেয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তাদের ঘিরেও বিক্ষোভ দেখাল স্থানীয় এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ওই মহিলাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে গ্রামবাসীরা ঘটনা জানতে পেরে ওই গৃহবধূকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর গ্রামে খবর আসে ধর্ষিতা গৃহবধূর মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকালে উত্তেজিত এলাকাবাসীরা এক অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে তাঁকে পাকড়াও করে।

মাঝবয়সী ওই সন্দেহভাজনকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় ফেলে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। খবর পেয়ে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে গিয়েছে। তবে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার অভিযুক্তদের পাকড়াও করে কঠোরতম শাস্তির দাবীতে এলাকাবাসীরা সোচ্চার হয়েছেন। ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়।