জনজাতির মানুষের বাড়ির থিম দিয়েই মণ্ডপ সাজিয়ে তুলেছে ফালাকাটার মুক্তিপাড়া ইউনিট -এর সদস্যরা।

0
15

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এই পুজো মণ্ডপে প্রবেশ করলে মনে হবে গ্রামের মেঠো পথ পেরিয়ে কোনও এক জনজাতির মানুষের বাড়ির আঙিনায় চলে আসা হয়েছে। এবারে এই থিম দিয়েই মণ্ডপ সাজিয়ে তুলেছে ফালাকাটার মুক্তিপাড়া ইউনিট -এর সদস্যরা। জনজাতির আঙিনায় থিমের নাম। জানা গিয়েছে, পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। চট ও মাটি ব্যবহার করে মণ্ডপ। প্রাচীন কোনও জন জাতির মানুষের বাড়ি গেলে যে যে ছবি দেখা যায়, সেগুলি তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। জনজাতির মানুষেরা গাছের গুঁড়ি ব্যবহার করেন ঘর তৈরিতে। মাটির ব্যবহার করে থাকেন পাশাপাশি বাঁশ দিয়ে খলুই তৈরি করেন যা মাছ ধরতে ব্যবহৃত হয়।তারা প্রাকৃতিক সম্পদ সংরক্ষনে বিশ্বাসী।যার কারণে মণ্ডপে গাছের ব্যবহার করা হয়েছে। সব থেকে বড় বিষয় এই মণ্ডপে দেবী দুর্গার গায়ের রং শ্যামবর্ণ। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে যা করা হয়েছে। এই বিষয়ে পুজো কমিটির তরফে অভিজিৎ রায় জানান, “জনজাতিগুলি বিলুপ্তপ্রায়। তাঁদের সম্পর্কে বিশেষ কিছুই জানেনা নতুন প্রজন্ম। জনজাতির মানুষদের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরার প্রয়াস চালিয়েছি আমরা। সম্পূর্ণ মণ্ডপটি ক্লাবের সদস্যদের সহায়তায় গড়ে উঠেছে।”