দক্ষিণ দিনাজপুর জেলা বাসিও মেতে উঠেছে দুর্গাপূজার আনন্দে।

0
18

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৮ অক্টোবর: আশ্বিন মাসে দেবী দুর্গার অকাল বোধনে মেতে উঠেছে আপমর বাঙালি। একই ভবে দক্ষিণ দিনাজপুর জেলা বাসিও মেতে উঠেছে দুর্গাপূজার আনন্দে। বালুরঘাট শহরের অন্যতম বিগ বাজেটের পূজা গুলির মধ্যে অন্যতম চকভৃগু প্রগতি সংঘের দুর্গোৎসব। ৬৫ তম বর্ষে পদর্পন করেছে এবছরের প্রগতি সংঘের দুর্গোৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে উদ্যাপন করে এবার উৎসব থিম নিয়ে এবারের সারদউৎসবে মেতে উঠেছে চকভৃগু প্রগতি সংঘ ক্লাব। কুটির শিল্পকে প্রাধান্য দিতে সাবেকি প্রতিমায় কুটির শিল্পের ছোঁয়া রয়েছে মন্ডপে। প্যান্ডেলের সাথে সামঞ্জস্য বজিয়ে রেখে রয়েছে নবদ্বীপের চোখ ধাঁধান আলোকসজ্জা। আনুমানিক ২৫ লক্ষ টাকা বাজেটের এই পুজো নজর কাটছে দক্ষিণ দিনাজপুর জেলা বাসির।