পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এবার আবাসিকদের পূজোয় আরজিকরের ছোঁয়া। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাংলই শারদীয়া শক্তি আরাধনা পূজা কমিটির দূর্গা পূজোয় বারোয়ারী থিমে দেখা গেল আরজিকর কান্ডের ছোঁয়া।
কাদম্বিনীর ডাক্তারি পড়া থেকে শুরু করে আরজিকরে কাজে নিযুক্ত হওয়া তারপরে নৃশংস ঘটনা, পাশাপাশি আন্দোলনে আহত পুলিশ, সবকিছু মিলে একপ্রকার বারোয়ারী থিম তুলে ধরা হয়েছে এই পূজোয়।
তাঁর পাশাপাশি পূজা মন্ডপ সজ্জ্যা একপ্রকার নিজে হাতেই সাজায় আবাসিক ছাত্রছাত্রীরা। প্রতিবছর বিভিন্ন থিমে নজর কাড়ে আবাসিকদের এই পূজো মন্ডপ। তবে আরজি করের ঘটনা সারা বিশ্ব নাড়িয়ে দিয়েছে, আর পূজোর থিমে আরজিকর একপ্রকার নজর কাড়বে প্রতিমা দর্শনার্থীদের।
- রাজ্য
- দক্ষিণ বাংলা
- দুর্গা পূজা ২০২৪
- দেশ
- ধর্ম ও আধ্যাত্মিকতা
- পূর্ব মেদিনীপুর
- বনেদি বাড়ি এবং গ্রাম বাংলার দুর্গাপুজা
- বিনোদন
- বিবিধ
- লাইফস্টাইল