বিষ্ণুপুরের ভড়া এলাকার গোয়ালাপাড়ার প্রথম বছর সার্বজনীন দুর্গোৎসবের ৮০ জন মহিলা অতুলনীয় অবদান।

0
17

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  এলাকায় প্রথম দূর্গা পূজার আয়োজন আর সেই পুজোকে ঘিরে এমনিতেই এলাকায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল আবেগ এবং উচ্ছ্বাস আর সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটলো ৮০ জন মহিলা লক্ষ্মী ভান্ডারের এক মাসের 80 হাজার টাকা মায়ের পূজা সুন্দর করতে কমিটির হাতে তুলে দেওয়া মধ্য দিয়ে।
এমনিতেই মহিলাদের মধ্যে যেকোনো উৎসব নিয়ে একটু বেশি রকমই আগ্রহ থাকে এবং উচ্ছ্বাস থাকে তাই বলে নিজের গাঁটের টাকা এইভাবে কোন পুজো আয়োজন করতে টাকা তুলে দেবে। এতটা কিন্তু ভাবেনি কেউই আর বাস্তবে তেমনটাই ঘটেছে বিষ্ণুপুরের ভড়া এলাকার গোয়ালাপাড়াতে যা সত্যি একটি নজিরও বটে।
পুজোর কটা দিন সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এমন উদ্যোগ বলেই জানাই লক্ষী ভান্ডারের ৮০ জন মহিলা।
যদিও এই প্রথম বছর সার্বজনীন দুর্গোৎসব তবুও চমক দিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি যার অন্যতম হলো পুজোর মূল প্যান্ডেলের পাশেই তৈরি হয়েছে সেলফি জোন যা এলাকার মহিলাদের মধ্যে তৈরি করছে বিশেষ এক আকর্ষণ।